তুচ্ছ নয় রক্ত দান......
মানুষ মানুষের জন্য। একজন মানুষ, সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের সকলের প্রয়োজন একে অপরের পাশে দাঁড়ানো। রক্ত দান হল মানুষের পাশে দাঁড়ানোর সবচেয়ে উত্তম উপায় বলে আমি মনে করি।
একদিন আমার এক বড় ভাইয়া আমাকে জানান O+ রক্ত লাগবে। রুগীর বাচ্চা হবে যদি রক্ত না পাওয়া যায় তবে মা ও বাচ্চার ক্ষতি হতে পারে। সেই মুহুর্তে আমার মনে হল এর থেকে ভালো কাজ কি হতে পারে? যদি আমার জন্য এক প্রাণ বেঁচে উঠে।
তাই আমি তাৎক্ষণিক রক্ত দিতে ছুটে যাই।
এটি ছিল আমার তৃতীয় রক্ত দান।
আমার এই রক্তদান দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছে। তারা আমাকে কথা দিয়েছে এখন থেকে তারাও রক্ত দিবে। আমি ৫জন যুবককে রক্তদানে অনুপ্রাণিত করতে পেরেছি।
এই প্রকল্প থেকে আমরা মানবসেবার কার্যক্রম সম্পর্কে জানতে পারব। এবং আমি বিশ্বাস করি, যারা মানব সেবা করতে চায় , তাদের কাছে রক্তদান একটি মহৎ সেবা।