তৃণমূলে রোভারিং পর্ব- ৪
Bangladesh

তৃণমূলে রোভারিং পর্ব- ৪

সুধী, আপনারা দেখছেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত লাইভ অনুষ্ঠান "তৃণমূলে রোভারিং"। আজ অনুষ্ঠানের চতুর্থ পর্বে আমাদের সাথে সংযুক্ত হয়েছে "সিলেট জেলা রোভার"। . আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন: • জনাব মো. মবশ্বির আলী সম্পাদক, সিলেট জেলা রোভার • অধ্যাপক মো. আবুল কালাম চৌধুরী এল.টি. প্রতিনিধি, সিলেট জেলা রোভার, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল থেকে আমাদের সাথে যুক্ত আছেন: • ড. কে.এম.এ.এম. সোহেল, এলটি, যুগ্ম-সম্পাদক, ���াংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। • প্রফেসর এ.কে.এম. সেলিম চৌধুরী, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন: • জনাব মোহাম্মদ আতিকুজ্জামান জাতীয় কমিশনার(প্রোগ্রাম), বাংলাদেশ স্কাউটস, দায়িত্বপ্রাপ্ত জাতীয় কমিশনার, সিলেট জেলা রোভার। অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের অফিসিয়াল ফেসবুক পেইজ: facebook.com/bsrover এবং ইউটিউব চ্যানেল: youtube.com/bsrover এর মাধ্যমে। . . ★অনুষ্ঠানে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক!!! "আজকের পর্বের ৫ জন সর্বোচ্চ শেয়��রকারী এবং কমেন্টে ৫ জন সেরা প্রশ্নকর্তার জন্য সিলেট জেলা রোভার এর পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় পুরষ্কার!" ★অংশগ্রহণের নিয়মাব��ী:- ১।গঠনতান্ত্রিক প্রশ্ন করতে হবে। ২।শেয়ার করতে হবে স্কাউটিং সংশ্লিষ্ট সকল গ্রুপে এবং শেয়ার এর স্ক্রিনশট আমাদের পেজের ইনবক্সে পাঠাতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।
Number of participants
999
Service hours
1998
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Partnerships
Good Governance

Share via

Share