তৃণমূলে রোভারিং ৯ম পর্ব
Profile picture for user Mahbubur rahman Hredoy_1
Bangladesh

তৃণমূলে রোভারিং ৯ম পর্ব

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত লাইভ অনুষ্ঠান "তৃণমূলে রোভারিং"। আজ অনুষ্ঠানের ৯ম পর্বে আমাদের সাথে সংযুক্ত হয়েছে "নাটোর জেলা রোভার"। . আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন: • জনাব আবু সাঈদ মো. আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক, নাটোর জেলা রোভার, প্রভাষক, মার্কেটিং বিভাগ, পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজ, নাটোর। • জনাব মো. আব্দুর রাজ্জাক, কমিশনার, নাটোর জেলা রোভার, অধ্যক্ষ, দিঘাপতিয়া এম. কে. কলেজ, নাটোর। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল থেকে আমাদের সাথে যুক্ত আছেন: • ড. কে.এম.এ.এম. সোহেল, এলটি, যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। • প্রফেসর এ.কে.এম. সেলিম চৌধুরী, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন: • জনাব আবু সালেহ মো. মহিউদ্দিন খান, জাতীয় উপ-কমিশনার (প্রকল্প), বাংলাদেশ স্কাউটস, দায়িত্বপ্রাপ্ত জাতীয় উপ-কমিশনার, নাটোর জেলা রোভার।
Started Ended
Number of participants
966
Service hours
2898
Topics
Good Governance
Personal safety
Youth Programme

Share via

Share