
তৃণমূলে রোভারিং ৮ম পর্ব
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত লাইভ অনুষ্ঠান "তৃণমূলে রোভারিং"। আজ অনুষ্ঠানের ৮ম পর্বে আমাদের সাথে সংযুক্ত হয়েছে "ভোলা জেলা রোভার"।
.
আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন:
• জনাব মো. কামাল হোসেন,
সম্পাদক, ভোলা জেলা রোভার।
• অধ্যাপক পারভীন আখতার, এ.এল.টি.,
কমিশনার, ভোলা জেলা রোভার,
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল থেকে আমাদের সাথে যুক্ত আছেন:
• ড. কে.এম.এ.এম. সোহেল, এলটি,
যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল।
• প্রফেসর এ.কে.এম. সেলিম চৌধুরী,
সম্প���দক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল।
এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন:
• জনাব মাহবুবা খানম জেসমীন,
গার্ল-ইন-স্কাউটিং বিষয়ক জাতীয় উপ-কমিশনার, বাংলাদেশ স্কাউটস,
দায়িত্বপ্রাপ্ত জাতীয় উপ-কমিশনার, ভোলা জেলা রোভার।