ট্রাফিক সপ্তাহ-২০১৮

দেশের সড়ক-মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি, ট্রাফিক আইন না মানা, পথচারীদের সচেতন না হওয়ার কারনে ২০১৮ সালে এসকল বিষয়াবলীর উপর নজর দিতে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করা হয়। সেখানে গাড়িচালকদের ট্রাফিক আইন মানতে সচেতন করা, পথচারীদের চলার পথে ফুটপাত ব্যবহার, রাস্তা পার হওয়ার ক্ষেত্রে ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। এই কাজে বাংলাদেশ পুলিশের সাহায্য করার জন্য বাংলাদেশ স্কাউটকে দায়িত্ব দেওয়া হয়। এই দায়িত্ব সফলভাবে পালন করায় উপহার স্বরূপ তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া এই দায়িত্ব পালনকারী স্কাউট সদস্যদের ডিএমপি ক্যাপ প্রদান করেন।
Started Ended
Number of participants
11
Service hours
726
Topics
Youth Programme
Legacy BWF
Global Support Assessment Tool

Share via

Share