Profile picture for user sadman khan prottoy
Bangladesh

ট্রাফিক সেবা

জনসেবার প্রতি দায়বদ্ধতা ও মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ইচ্ছাই আমাকে ট্রাফিক সেবার অনুপ্রেরণা দিয়েছে। পথচারী ও যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখা, দুর্ঘটনা রোধ করা এবং সবার নিরাপদ গন্তব্যে ফেরার নিশ্চয়তা প্রদানের মধ্যে আমি গর্ব ও সন্তুষ্টি অনুভব করি।

১২ আগস্ট, ২০২৪ খ্রি. থেকে ১৮ আগস্ট, ২০২৪ খ্রি. পর্যন্ত সকাল ১০ ঘটিকা থেকেই নতুন বাজার, ঢাকার ব্যস্ত সড়কে দায়িত্ব পালন শুরু করি এবং বিকাল ৪ ঘটিকায় শেষ করি। গাড়ির দীর্ঘ সারি, হর্নের শব্দ ও মানুষের ভিড়ের মাঝে শৃঙ্খলা বজায় রাখা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু দায়িত্বের প্রতি অটল ছিলাম। পথচারীদের সঠিক নিয়মে রাস্তা পার হতে সহায়তা করেছি, চালকদের ট্রাফিক সিগন্যাল মানতে উদ্বুদ্ধ করেছি। অনেক সময় কিছু চালক আইন অমান্য করতে চাইলেও ধৈর্য ধরে তাদের বোঝানোর চেষ্টা করেছি।

ট্রাফিক সেবা প্রদান করে আমি শৃঙ্খলা, ধৈর্য ও দায়িত্বশীলতার গুরুত্ব শিখেছি। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও পরিস্থিতি সামলানোর দক্ষতা অর্জন করেছি। পাশাপাশি, ট্রাফিক আইন সম্পর্কে গভীর ধারণা অর্জন করেছি এবং জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করেছি।

Started Ended
Number of participants
1
Service hours
42
Beneficiaries
2000
Location
Bangladesh
Topics
Responsible consumption
Better Choice
Good Governance

Share via

Share