ত্রান সামগ্রী সংগ্রহ ও বিতরণ(২০১৯)

ত্রান সামগ্রী সংগ্রহ ও বিতরণ(২০১৯)

২০১৯ সালে আগস্ট মাস বরাবর বাংলাদেশে উপকুলিয় অঞ্চলে ভয়াবয় বন্য পরিস্থিতি তৈরি হয়।এতে করে উপকুলিয় অঞ্চলের মানুষদের খাদ্য সংকট দেখা দেয়। তাই ঢাকা হতে উত্তরা হাই স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা স্কুল স্কাউট গ্রুপ ও আর্মড পুলিশ ব্যাট্যালিয়েন স্কাউট গ্রুপ সমন্নয় ও যৌথ উদ্দকে ত্রান সামগ্রী সংগ্রহ করা হয় এবং পরবর্তি তে সে ত্রান গুলো আর্মড পুলিশ ব্যাট্যালিয়েন স্কাউট গ্রুপ এর সম্পাদক স্যার এর মাধ্যমে উপকুলিও বন্যার কবলে পরা মানুষদের নিকট পৌছানো হয়। বিদ্রঃ প্রথম দিকের ছবি গুলো ত্রান সংগ্রহের এবং পরের গুলো বিতরণের। বিদ্রঃ প্রথম দিকের ছবি গুলো আমার দ্বারা তোলা তাই আমি শুধু মাত্র ১টি ছবিতে রয়েছি। #Bangladesh_Scout #we are scout the massenger of peace Posted By- Tanvir Hossain Mahir
Number of participants
40
Service hours
240
Location
Bangladesh
Topics
Youth Engagement
Legacy BWF

Share via

Share