ত্রান বিতরণ কর্মসূচী-২০২০
২৯-০৯-২০২০ খ্রি:
জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে ইউএনডিপি’র হিউম্যান রাইটস প্রোগ্রামের সহায়তায় সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার ছন গাছা ইউনিয়নের ৫৫টি প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের মাঝে ২৯ সেপ্টেম্বর ২০২০ খ্রি: আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এই ত্রাণ বিতরণ কর্মসূচির সমন্বয় করে সিরাজগঞ্জ জেলার লিড এনজিও এনডিপি এবং ব্যবস্থাপনায়: প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট, পিডাব্লিউডি।
National Human Rights Commission, Bangladesh
The Embassy of Switzerland in Bangladesh
United Nations Development Programme in Bangladesh