ত্রাণ বিতরণ
'খাতা-কলম' হেল্প প্যাকেটটি আমরা পৌঁছে দিয়েছি কিছু প্রকৃত অসহায় পরিবারের কাছে, যাদের পক্ষে এই মহামারীতে খাদ্যের সংস্থান করা দুষ্কর এবং কষ্টসাধ্য। আলহামদুলিল্লাহ, মানুষের জন্য কিছু করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার খামার পাড়া, টুপিপাড়াসহ কয়েকটি গ্রামের প্রকৃত অসহায় ৫০টি পরিবারের হাতে আমরা প্যাকেটটি পৌঁছিয়েছি।
আমাদের প্রতিটি প্যাকেটে আছে চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি, আলু, বল সবান ও স্যাভলন সাবান।
খাতা-কলমের এই উদ্যোগকে বিশেষ উৎসাহ প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি- জনাব জোয়ারদার তাবেদুন নবী, নির্বাহী প্রকৌশলী, সাভার গণপূর্ত বিভাগ এবং আহাম্মদ উল্লাহ, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন কবির স্যারের প্রতি, যিনি স্বশরীরে উপস্থিত থেকে আমাদের সাথে বিতরণ করেছেন এই প্যাকেট ।
সর্বোপরি কৃতজ্ঞতা ও আনুগত্য প্রকাশ করছি মহান আল্লাহ তায়ালার প্রতি।