টিকাদান কর্মসূচি ২০২০
শিশুদের ৮ টি রােগ থেকে মুক্ত ও সুস্থ রাখতে প্রতি বছর পাড়া / মহল্লায় ভিটামিন এ প্লাস ক্যাম্পিং করা হয় দুই একবার । এবারের ক্যাম্পিং ১১-০১-২০২০ তারিখে সারা বাংলাদেশে প্রত্যেক এলাকার নিকটস্থ টিকাদান কেন্দ্রে টিকা দেয়া হয়।এবং আমাদের এলাকায় বছিলায় ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং এতে বছিলা ওপেন এয়ার স্কাউট গ্রুপের ৫ জন স্কাউট ও ৬ জন রােভার স্কাউট টিকাদান এ সহায়তা করে । #happy_scouting #quality_scouting Scouts creating a Better World