টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ ওরিয়েন্টেশন৫-১১- ২০২০
বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভারের আয়োজনে প্লাস্টিক
টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনলাইন মাধ্যম
"জুম" এর মাধ্যমে অনুষ্ঠিত ।
৫ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটস এর নির্দেশনায় ও বগুড়া জেলা রোভারের আয়োজনে দিনব্যাপী প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনলাইন মাধ্যম "জুম" এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।উক্ত ওরিয়েন্টশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহমুদুল হক,জাতীয় কমিশনার সার্ভিস ম্যানেজমেন্ট ও প্রশাসন (হেড কোয়াটার্স) দায়িত্ব প্রাপ্ত জাতীয় কমিশনার বগুড়া জেলা রোভার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কে এম.এ.এম সোহেল,এলটি,যুগ্ম সম্পাদক ও প্রফেসর সন্তোষ কুমার চৌধুরি,এলটি, সহ-সভাপতি বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল।উক্ত ওরিয়েন্টশনের কোর্স পরিচালক হিসেবে বক্তব্য রাখেন জনাব ফজলে রাব্বি,এল টি প্রতিনিধি বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভার।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা রোভারের সম্পাদক এমদাদুল হক,অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জহুরুল ইসলাম এ এল টি, অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াহেদ এলটি,অধ্যক্ষ নিলুফা ইয়াছমিন এলটি,আরিফুর রেজা এ এলটি, যুগ্ম সম্পাদক,নুরউদ্দিন মোহাম্মদ আলমগীর ডি আর এস এল বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভার।এ সময় জুম মাধ্যমে যুক্ত ছিলেন বিভিন্ন কলেজের সম্মানিত আর এস এল ও বিভিন্ন কলেজের শতাধিক রোভার ও গার্ল রোভার বৃন্দ সফলতার সাথে উক্ত ওরিয়েন্টশনে অংশগ্রহণ করেন।
#PTTCBadgeBDScouts