তাবু্ঁ বাস ও দীক্ষা অনুষ্ঠান-২০১৯
গত ১৩-১৪ মার্চ রোজ বুধবার ও বৃহস্পতিবার ২০১৯ ইং রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাবুঁ বাস ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়।দীক্ষা অনুষ্ঠানের আগের দিন রাতে রোভারদের আত্মশুদ্ধি করা হয়। ৫১ জন রোভার দীক্ষা প্রাপ্ত হন।উক্ত দীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঃ বিঃ রোভার স্কাউট গ্রুপের সম্মানিত সম্পাদক মহা. নাসিম রেজা স্যার।আরও উপস্থিত ছিলেন সাবেক সম্পাদক শ্রদ্ধেয় আবুল কালাম (বাদশা) স্যার,আরএসএল মোঃ হেলাল উদ্দিন স্যার, আরএসএল সৈয়দ তৌফিক জহুরি স্যার,আরএসএল নূর ইসলাম বাবু স্যার সহ আরও কয়েকজন আরএসএলবৃন্দ এবং বিভিন্ন স্তরের রোভার ও গার্ল-ইন-রোভারবৃন্দরা।পুরো ক্যাম্পে সার্বিক দায়িত্বে ছিলেন ৪১ তম ইউনিট কাউন্সিলের সভাপতি মোঃ ওসমান গনি,সম্পাদক মোঃ আবু হোসাইন সহ বর্তমান ও আগের কমিটির রোভার ও গার্ল-ইন-রোভারবৃন্দরা।সর্বশেষে বর্তমান ও সাবেক রোভার এবং গার্ল-ইন-রোভার মেট বৃন্দদের অক্লান্ত পরিশ্রমে ক্যাম্পটি সম্পন্ন হয়।