
Scouts Standing by the Flood Victims
দেশের মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই একজন স্কাউটের প্রকৃত দায়িত্ব—এই বিশ্বাস থেকেই অনুপ্রেরণা পেয়েছি।
প্রথমে আমাদের স্কাউট টিম মিলে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করি। এরপর তহবিল সংগ্রহ, খাদ্যসামগ্রী ও স্যানেটারি প্যাড প্যাকেজিং করে ২ দিনের অভিযানে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও রাজনগরে প্রায় ৩০০০ পরিবারের মাঝে বিতরণ করি। সবকিছু সম্পন্ন হয়েছে দলগতভাবে—পরিকল্পনা, ক্রয়, রান্না, পরিবহন ও বিতরণ—সব ধাপেই স্কাউট সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেয়।
১. দলগত কাজ ও নেতৃত্বের গুরুত্ব বাস্তবে অনুধাবন করেছি। ২. দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও বাস্তব পরিস্থিতিতে অভিযোজনের দক্ষতা অর্জন করেছি। ৩. মানবিক সহানুভূতি, সহমর্মিতা ও “সেবাই মূল” স্কাউট চেতনার গভীর অর্থ উপলব্ধি করেছি। ৪. রান্না, স্বাস্থ্য সচেতনতা, প্যাকেজিং ও বিতরণে বাস্তব অভিজ্ঞতা লাভ করেছি।