
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ
সুবিধাবঞ্চিত শিশু
দেশে চলছে কনকনে শীতের তীব্র প্রকোপ, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র শিশু, বৃদ্ধ, সাধারণ মানুষের কষ্টের সীমা থাকে না। তীব্র শীতে সচ্ছলতা এসোসিয়েশনের উদ্যোগে( উষ্ণতা ছড়িয়ে দিন) শীর্ষক প্রতিপাদ্যে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সুবিধা বঞ্চিত শিশু স্কুলের অসহায় শিশুদের মাঝে "সোয়েটার বিতরণ কর্মসূচী -২০২৪" অনুষ্ঠিত হয়েছে। নতুন সোয়েটার পেয়ে উচ্ছ্বাসিত সুবিধাবঞ্চিত শিশু স্কুলের এই শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট সহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
Today's children are tomorrow's future