Profile picture for user imamhasan01
Bangladesh

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার ও মাক্স বিতরন।

আমরা আল্লাহ তায়ালার সৃষ্টির সেরা জীব। আমরা সবাই মানুষ। আর মানুষ হিসাবে আমাদের সকলের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানুষের দ্বারা তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর এই প্রকল্পটি একটি ছোট ইচ্ছা ছিল।
সবাই মিলে কাজ করলে কাজ সহজ হয়, সফলতাও আসে। তাই সবার আগে আমি এবং আমার প্রতিষ্ঠানের রোভাররা একত্রিত হয়ে পরিকল্পনা করি কিভাবে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা যায়। তারপর আমি একটি সংগঠনের সাথে যোগাযোগ করি যারা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। আমরা রাজশাহী জেলার কিছু সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করি। অনেকে বলেন সাহায্য করা ঠিক আছে, কিন্তু ছবি তোলার কি দরকার? এটা তো লোক দেখানো! তবে আমি বলব, প্রচার কখনোই লোক দেখানোর জন্য করা হয় না। আমার ছবি ও কাজ দেখে আরও ১০ মানুষ অনুপ্রাণিত হবে
আমি একজন রোভার হিসাবে দীক্ষিত হওয়ার প্রতিজ্ঞা করেছি, সর্বদা অন্যদের সাহায্য করার জন্য। আমি যদি আমার ব্রতকে অবহেলা করি, আমার রোভারের জীবন ব্যর্থ হয়। তাই মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব ও কর্তব্য। সেই সাথে এই কাজে অন্যদের উদ্বুদ্ধ করার দায়িত্বও আমার। আর আমার এই প্রজেক্ট দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। তারাও শপথ নিয়েছেন, জনগণের পাশে থাকবেন। সর্বোপরি, আমি যে শিক্ষাটি পেয়েছি তা হলো আপনি যদি মানুষকে ভালোবাসেন, তাদের পাশে দাঁড়ান, সৃষ্টিকর্তা আপনাকে দ্বিগুণ সম্মান এবং ভালবাসা দেবেন।
Number of participants
15
Service hours
3
Beneficiaries
15
Location
Bangladesh
Topics
Humanitarian action
Youth Programme
Civic engagement

Share via

Share