
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছাতা বিতরণ -২০২৪
সুবিধাবঞ্চিত শিশু
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গাঁয়ের ছেলেরা আসে পাঠশালায়। অর্জন করে অসীম জ্ঞান। তাদের শিক্ষা, দীক্ষা ও বিদ্যায় উন্মোচিত করতে আমাদের পথচলা। তাদের কষ্ট কিছুটা লাঘব করতে সচ্ছলতা এসোসিয়েশনের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছাতা বিতরণ অনুষ্ঠান -২০২৪ এর স্থির খন্ড চিত্র। সচ্ছলতা এসোসিয়েশন এর সহযোগিতা নিয়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এবং থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট পুরো ইভেন্ট বাস্তবায়নে সহযোগিতা করেছেন
Quality is very Important.