সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে রাতের খাবার এর আয়োজন
অাজ ২৭ ই মে, রোজ বুধবার পবিএ ঈদ উল ফিতর এর ৩য় দিনে গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ এবং ডেইলি হেল্প বাংলাদেশ এর https://www.facebook.com/DailyHelpbangladesh/ একটি সমন্বিত উদ্যোগে পবিত্র ঈদ এর ৩য় দিনে রাতের খাবার ঢাকার বিভিন্ন এলাকা জুড়ে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে খাবার এর আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। খাবার বিতরণ কাজে সম্পৃক্ত ছিলো গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ এর স্কাউট সদস্যবৃন্দ।
যে কোনো ভালো কাজে সমিলিত প্রচেষ্টা কাজ টি সবসময় সহজ এবং কার্যকর করে থাকে এটি তার একটি উদহারণ।
#GoldenEagleOpenAirScoutGroup
#KurmitolaDistrictAir
#AirScoutBangladesh
#AirRegion
#DailyHelpBangladesh