Profile picture for user 1hasan
Bangladesh

স্টেডিয়ামে চার প্রকার দূষণ রোধে স্কাউট

স্টেডিয়াম হচ্ছে এমন একটি জায়গা যেখানে সব ধরনের দূষণই হয় বলা চলে। এটা অত্যন্ত স্বাভাবিক। এই দূষণ ঠেকাতে হাজার হাজার ক্রিকেট খেলা দেখতে আসা দর্শকদের বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একত্রে সচেতনামূলক বার্তা দিতে কাজ করে।

বাংলাদেশ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে আমাদের ৩০ জনের স্কাউটদের একটি দল সমগ্র বিপিএল ২০২৫ জুড়ে চার প্রকার দূষণ রোধে ক্রিকেট খেলা দেখতে আসা দর্শকদের সচেতন করে। বিশেষ করে শব্দ দূষণ সম্পর্কে।

স্কাউট হিসেবে আমি, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি পরিবেশ দূষণ ঠেকাতে সচেতনতামূলক যা প্রয়োজন তা দর্শকদের মাঝে ছড়িয়ে দেওয়া। দর্শকদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি আমরা।

Started Ended
Number of participants
30
Service hours
240
Beneficiaries
20000
Location
Bangladesh
Topics
Communications and Scouting Profile

Share via

Share