
শতবর্ষ সাইকেল র্যালি
রোভারিং এর শতবর্ষ উপলক্ষে সারাদেশ ব্যাপি সাইকেল র্যালি করা হয়, সবাই সবার নিজ জেলা থেকে ঢাকা কলেজ পর্যন্ত, এবং সবার বিভিন্ন বিষয় ফুটিয়ে তুলবে যেমন বাল্য বিবাহ রোধ, মাদক মুক্ত সমাজ গড়ি ,ধুমপান বিষ পান ,নিরাপদ সরক চাই ট্রাফিক আইন মেনে চলবো ইত্যাদি ।