শতবর্ষ সাইকেল র্যালি ২০১৮
শতবর্ষ সাইকেল র্যালি ২০১৮
"শতবর্ষে রোভারিং, সুনাগরিক প্রতিদিন "
গতকাল সারাদেশ থেকে ৭০০ এর অধিক রোভারের মিলন ঘটে এই উৎসবে। বাই সাইকেলে সারা ঢাকা প্রদক্ষিণ করে ঢাকা কলেজে র্যালির সমাপনী অনুষ্ঠান শেষ হয়।
এটা একটা বড় রি-ইউনিয়ন ও ছিল আমাদের সবার জন্য।
সব মিলিয়ে অসাধারণ একটা সময় পার হলো এই সাইকেল র্যালিকে কেন্দ্র করে।