শতবর্ষ রোভার মুট ২০১৮ বাংলাদেশ
শতবর্ষ রোভার মুট-২০১৮
বিশ্ব স্কাউটস এর রোভারিং এর ১০০ বছর পূর্ণ হলো। বাংলাদেশ স্কাউটস থেকে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হয়। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের রোভারদের নিয়ে আয়োজন করা হয় শতবর্ষ রোভার মুট। মুট এর থীম ছিল শতবর্ষে রোভারিং সুনাগরিক প্রতিদিন।
রোভার মুটে ২০০টি রোভার দল অংশগ্রহণ করে এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডের ৩জন সদস্য, ৩০০ জন কর্মকর্তা ও ২০০ জন সেচ্ছাসেবক অংশগ্রহণ করে। নানা রকম প্রোগ্রাম এর মাধ্যমে সাজানো হয় রোভার মুট। তাছারা সাবেক রোভার ও বিভিন্ন সময়ে অ্যাওয়ার্ড প্রাপ্ত রোভার ও লিডারদের নিয়ে শতবর্ষ পূর্ণমিলোনি করা হয়। প্রায় ১২০০ সাবেক রোভার ও লিডার এই মিলনো মেলায় অংশ নেয়। ২৫-৩১ ডিসেম্বর ২০১৮ তারিখ মুট কার্যক্রম চলে শতবর্ষ রোভার মুট এর।