সপ্তনীল মুক্ত মহাদল এর আয়োজনে স্বেচ্ছাসেবীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা ও দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সপ্তনীল মুক্ত মহাদল এর আয়োজনে স্বেচ্ছাসেবীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা ও দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সপ্তনীল মুক্ত মহাদল এর আয়োজনে স্বেচ্ছাসেবীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা ও দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

সপ্তনীল মুক্ত মহাদল এর আয়োজনে অনলাইন যোগাযোগ মাধ্যম গুগল মিট ব্যবহার করে সামাজিক সংগঠন “উইথ শি” এর তিন দিনব্যাপী কর্মশালা গত ১৯ জুন শুরু হয়ে ২১ জুন শেষ হয়। প্রতিদিন সন্ধ্যা ০৭ঃ৩০ থেকে রাত ০৯ঃ০০ টা পর্যন্ত এই প্রশিক্ষণ সম্পন্ন হয়।

প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতা ও গোঁড়ামি দূর করে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে উইথ শি। এরই ধারাবাহিকতায় ৪০ জন স্কাউট সদস্যদের সচেতন করা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা পদ্ধতি এর উপর এই প্রশিক্ষণ। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উইথ শি খুলনা জেলার সম্মানিত উপদেষ্টা কবি ও গবেষক জনাব মোঃ ইমদাদ আলী। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব আশফাক আদনান, রোভার স্কাউট লিডার, সপ্তনীল মুক্ত মহাদল ও জনাব আসাদুর রহমান মিলন, সভাপতি ডেমরা ভলেন্টিয়াররা ও উপদেষ্টা সপ্তনীল মুক্ত মহাদল। বক্তারা প্রজনন স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং এই উদ্যোগকে স্বাগত জানান।

কর্মশালার প্রথম দিনে সেশন পরিচালনা করেন উইথ শি এর প্রশিক্ষণ বিভাগের স্বেচ্ছাসেবী মেডিকেল শিক্ষার্থী সিফাত ই জাহান সেজুতি। প্রজনন স্বাস্থ্য, বয়ঃসন্ধি, মাসিককালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা, যৌনরোগ, বাল্যবিবাহের কুফল প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন তিনি। কর্মশালার প্রশিক্ষণার্থীদের তিনি বলেন, “আপনারা সংগঠনের পূর্বে ব্যক্তিস্থান থেকে পরিবর্তনটা শুরু করুন,পরিবার থেকে শুরু করেন,তাহলে একদিন সমাজ পরিবর্তিত হবে।”
নেতৃত্ব, মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, কর্মশালা পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা বিষয়ক তিনদিনের এই কর্মশালা সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এই প্রশিক্ষণ। ২য় দিন সেশন পরিচালনা করেন উইথ শি এর প্রশিক্ষণ বিভাগের স্বেচ্ছাসেবী এবং তরুণ নেতৃত্ব বায়জিদ ফয়সাল। ৩য় দিন সেশন পরিচালনা করেন উইথ শি এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক মোঃ ইমরান জাহান আরাফাত। সমাপনী সেশনে ডকুমেন্টেশন বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করেন উইথ শি এর ক্রিয়েটিভ টীমের সদস্য এবং সেতুর ডায়রি এর প্রতিষ্ঠাতা দিলরুবা মরিয়ম সেতু।
সমাপনী আয়োজনে অনুপ্রেরণাদায়ী স্বেচ্ছাসেবী নেতা জনাব জনাব আসাদুর রহমান মিলন, সভাপতি ডেমরা ভলেন্টিয়াররা ও উপদেষ্টা সপ্তনীল মুক্ত মহাদল। এবং উইথ শি এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আশিকুজ্জামান শেখ।

দেশজুড়ে ২০২৪ সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে প্রজনন স্বাস্থ্য সচেতন করার লক্ষ্যে কাজ করছে উইথ শি। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি আগ্রহী প্রতিষ্ঠানদের এমন প্রশিক্ষণ নিয়মিত প্রদান করার মাধ্যমে স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে চায়।

“দূরে থেকে জুড়ে থাকি, সংকোচ দূরে রাখি”

Started Ended
Number of participants
40
Service hours
720
Location
Bangladesh
Topics
Personal safety
Youth Programme
Youth Engagement
Good Governance
Communications and Scouting Profile

Share via

Share