সংবাদ ও উপস্থাপনা কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে
বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিভাগের আয়োজনে ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে “সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স”।
আজ ২৪ নভেম্বর ২০২০; মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিষয়ক জাতীয় কমিটির সভাপতি মোঃ মফিজুল ইসলাম। সভাপতিত্ব করেছেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং) সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার।
কোর্সে সারাদেশ থেকে অডিশনের মাধ্যমে বাছাইকৃত ৬৫ জন রোভার, গার্ল-ইন-রোভার ও ইয়াং অ্যাডাল্ট লিডার অংশগ্রহণ করছেন।