"সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা ওয়ার্কশপ ও বাছাই প্রতিযোগিতা"
তৃনমূল পর্যায়ে রোভার ও গার্ল ইন রোভারদের ঘরে বসে সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষে "সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা ওয়ার্কশপ ও বাছাই প্রতিযোগিতা" এর আজকের পর্বে বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল সংযুক্ত হয়েছিলো চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রায় অর্ধশত রোভার ও গার্ল ইন রোভারবৃন্দের সাথে।
উপস্থাপনার মৌলিক বিষয়গুলো সম্পর্কে অংশগ্রহণকারীদের অবগত করার পর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। যার ফলাফল খুব শীগ্রই প্রকাশ ও সকল বিভাগের বাছাই পর্ব শেষে উত্তির্ন রোভারদের নিয়ে অঞ্চল পর্যায়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় শুরু হওয়া এই ওয়ার্কশপটি পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের ডি আর সি মোঃ শরিফ উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। এছাড়া ড. কে এম এ এম সোহেল, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এবং উপ-পরিচালক মোঃ আবুল খায়ের সম্পৃক্ত ছিলেন ওয়ার্কশপটিতে পুরোটা সময় জুড়ে। রিসোর্স পার্সোন হিসেবে ছিলেন জি এম ইফতেখার ইফতি, সদস্য, বাংলাদেশ স্কাউটস মিডিয়া টিম।
ওয়ার্কশপে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পি আর মার্কেটিং ও আইসিটি টাস্কফোর্সের সদস্য সচিব হাফিজুর রহমান রাহাদ, সমন্বয়ক রাকিবুল হাসান রাফি কনটেন্ট রাইটিং টিমের সমন্বয়ক নাঈম খান নিপলু এবং সদস্য মোঃ মাছুম বিল্লাহ মাহী ও মোঃ নাজমুল ইসলাম হৃদয়।