সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কোর্স

বাংলাদেশ স্কাউটস পাবলিক রিলেশন,পাবলিকেশনস ও মার্কেটিং ডিভিশনের আয়োজনে ৬-৮ মার্চ ২০২০ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক গাজীপুরে সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কোর্স অনুষ্ঠিত হয়।অসাধারণ ছিল এই কোর্স টি। বাংলাদেশ স্কাউটস এর সকল অঞ্চলের লিডার ও রোভার অঞ্চল থেকে রোভারদের বাছাই করে সর্বমোট ৪০ জনকে এই কোর্সে সুযোগ দেওয়া হয়। এছাড়াও প্রশিক্ষক ও সেচ্ছাসেবীরা ছিলেন। উপস্থাপনা ও বাচনভঙ্গি নিয়ে কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয়।
Started Ended
Number of participants
60
Service hours
3600
Topics
Legacy BWF
Good Governance
Communications and Scouting Profile
Growth
Partnerships

Share via

Share