সম্পূর্ণ সেপ্টেম্বর মাস জুড়ে "ইন্টারন্যাশনাল ডে অফ পিস্" উদযাপন

" ইন্টারন্যাশনাল ডে অফ পিস্" উপলক্ষ্যে "বাংলাদেশ স্কাউটস্",ঢাকা জেলার একটি দল 'নাইস ওপেন রোভার স্কাউট গ্রুপ' সকলে মিলে ৫টি বিষয়ের উপর সম্পূর্ণ সেপ্টেম্বর মাস ধরে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।বিষয় ৫টি নিম্নরূপঃ ১.বৃক্ষ রোপন কর্মসূচি ২.পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ৩.মাস্ক বিতরণ কর্মসূচি ৪.পথশিশুদের নিয়ে কার্যক্রম ৫.খাবার বিতরণ কর্মসূচি {৫টি বিষয়ের উপর কার্যকৃত কাজ সম্বলিত একটি ভিডিও এ্যাড করা আছে} ৫টি বিষয়ের কার্যক্রম সমূহ নিম্নে ব্যাখ্যা করা হলোঃ ১.বৃক্ষ রোপন কর্মসূচিঃ ‌‌‌‌★১২টি চারা গাছ(আম গাছ,কাঠাল গাছ,কড়ই গাছ) ঠিকানাঃমিরপুর-১২,সাগুফতা মাঠ দলের ৯জন সদস্যদের নিয়ে গাছগুলো রোপণ ও পরিচর্যা করা হয়। ★ ৮টি ফুল গাছ ঠিকানাঃমিরপুর-১২,সি-ব্লক,রাস্তা-১৭ নাম্বার লাইনের পার্কটিতে দলের ১১সদস্যদের নিয়ে রোপণ করা হয়,এবং প্রত্যহ পরিচর্যা করা হয়।★বাসার ছাঁদে বড় টব গুলোতে ৪টি বিরুৎ জাতীয় গাছ লাগানো হয়। ২.পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমঃ মিরপুর-১২,সি-ব্লক,রাস্তা-১৭ নাম্বার লাইনের পার্কটিতে দলের সদস্যদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পালন করা হয়,প্রতিদিনই এই কার্যক্রম চলমান ছিলো। ৩.মাস্ক বিতরণ কর্মসূচিঃ এই করোনা সময়ে অনেকেই মাস্ক ছাড়া এখানে ওখানে যাওয়া-আসা করে,তাই আমরা দলের সদস্যরা মিলে উদ্যোগ নিয়ে মিরপুর-১২ এলাকার বিভিন্ন স্থানে মাস্ক পরা ছাড়া লোকদের মাস্কের উপকারিতা সম্পর্কে বুঝিয়ে সহস্তে মাস্ক পড়িয়ে দেই। ৪.পথশিশুদের নিয়ে কার্যক্রমঃমিরপুর-১২ সংলগ্ন বেগুনটিলা এলাকায় বাচ্চাদের নিয়ে " করোনা সচেতনতা ক্যাম্পেইন" করে,সকলকে মাস্ক পরিয়ে দেওয়া হয়। আবার "ইন্টারন্যাশনাল ডে অফ পিস্" সম্পর্কে আলোচনা করা হয়।"পরস্পর আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করব","শান্তি আমার থেকে শুরু হবে" এধরণের শপথ আমরা সব্বাই মিলে করি। ৫.খাবার বিতরণ কর্মসূচিঃ ★১৫ জন ফকির-গরিব-রিক্সাওয়ালাদের মাঝে মুরগি-পোলাও প্যাকেট বিতরণ করা হয়।★২০জন ফকির-গরিব-রিক্সাওয়ালাদের মাঝে ডিম-পোলাও বাটি বিতরণ করা হয়।★বেগুনটিলা বস্তির বাচ্চাদের মাঝে ৭০ প্যাকেট মিডিয়াম-মিনি প্যাক বিস্কুট বিতরণ করা হয়। উক্ত প্রোগ্রাম গুলো বাস্তবায়নের জন্য সকল আর্থিক সাহায্য দলের সকল সদস্যরা নিজ থেকে ব্যয় করেন।এভাবে সেবার কাজে সম্পূর্ণ একটা মাস নিজেদের নিয়োজিত রাখতে পেরে আমরা "নাইস ওপেন রোভার স্কাউট গ্রুপ" এর সকলেই আনন্দিত।
Started Ended
Number of participants
20
Service hours
3600
Topics
Youth Programme
Personal safety
Legacy BWF
Growth

Share via

Share