সমাজ সেবা কার্যক্রম
Profile picture for user s.m.Rahat_1
Bangladesh

সমাজ সেবা কার্যক্রম

**প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ**

চ্যাম্পিয়ন পর্যায়

*সমাজ সেবা কার্যক্রম:

১.সঠিক স্থানে প্লাস্টিক বর্জ্য অপসারণের লক্ষ্যে উৎসাহ প্রদান ও বাস্তবায়ন করণ।

২.প্রতিষ্ঠান/সংস্থা/দোকান/ব্যক্তি পর্যায়ে প্লাস্টিক পুনঃব্যবহার এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারের বিষয়ে বাস্তবায়ন ও উৎসাহ প্রদান করণ।

*সমাজ উন্নয়ন:

নদীর পাড়/সাগর পাড়/সমুদ্র পাড়/পুকুর পাড়/খাল পাড়/ড্রেন ইত্যাদি এবং একইসাথে নতুন উদ্ভাবক স্থান থেকে স্থানীয় জন প্রতিনিধি বা মুরুব্বিদের সাথে নিয়ে প্লাস্টিক অপসারণ কাজ সম্পূর্ণ করণ।

প্লাস্টিকের ওয়ান টাইম কাপ,গ্লাস,প্লেট এগুলো মানুষকে কিভাবে ক্ষতি করে সে সম্পর্কে অবহিত করা হয়।

ইউনিটঃ লোহালিয়া মুক্ত রোভার স্কাউট গ্রুপ, পটুয়াখালী।

Started Ended
Number of participants
16
Service hours
385
Location
Bangladesh
Topics
Legacy BWF

Share via

Share