"স্কাউটস, আসো বৃক্ষরোপণ করি,সুন্দর সতেজ পৃথিবী গড়ি"

গাছ আমাদের পরম বন্ধু। গাছে থেকে অক্সিজেন নিয়েই প্রাণীকুল জীবিত, আর তাই গাছ লাগানো অবশ্য জরুরি বিষয়। দেশের গাছের পরিমান যেখানে ২৫% শতাংশ থাকার কথা, সেখানে বাংলাদেশের গাছপালার পরিমাণ মাত্র ০৭% যা অতীব ক্ষুদ্র একটা পরিমাণ। আর এর ফলেই আজ বাংলাদেশ তথা বৈশ্বিক উষ্ণতার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এজন্যই একজন রোভার স্কাউট হয়ে আমার এটা দায়িত্ব যে গাছ লাগিয়ে বাংলাদেশ তথা গোটা বিশ্বের সবুজ সমারোহ বজায় রাখা।

দিনটি ছিলো ০৯ই জুন ২০২৩, শুক্রবার। যেহেতু ছুটির দিন সেহেতু অবসর সময়কে কাজে লাগিয়ে আমার ইউনিট লিডার স্যারের পরিকল্পনামাফিক আমরা প্রায় ১৫ সদস্য রাজশাহী সপুরা কেন্দ্রীয় গোরস্থানে গাছ লাগাই।এতে করে গোরস্তানের পরিবেশ শীতল ও ছায়াযুক্ত হবে বলে মনে করি।সাথে গাছপালার পরিমাণও বৃদ্ধি পাবে।আরএসএল স্যার ও রোভার সহযোদ্ধাদের সহযোগিতায় আমরা প্রায় কয়েক প্রজাতির ১৫০ টি বৃক্ষ রোপণ ও তা পরিচর্যা করতে সফল হই।

পরিবেশ শীতল ও সতেজ রাখতে এবং পরিবেশ ও জীবজগতের মধ্যে সাম্যতা বজায় রাখতে বৃক্ষরোপণ ও পরিচর্যা জরুরী

Number of participants
15
Service hours
1
Beneficiaries
15
Location
Bangladesh
Topics
Healthy Planet
Nature and Biodiversity
Youth Programme
Initiatives
Environment and Sustainability
Peace and Community Engagement
Health and Wellbeing

Share via

Share