
স্কাউট অনলাইন সদস্য পদ নিবন্ধন করণ প্রশিক্ষণ
আমি মোঃ জাভেদ খান বাংলাদেশ স্কাউটস এর মেম্বারশীপ ট্রাক্স ফোর্সের সদস্য হিসাবে দ্বায়িত্ব পাওয়ার পর থেকে উক্ত বিভাগে গতিশীল ও সকল পর্যায়ের সদস্যদের অনলাইন রেজিষ্ট্রেশন এর আওয়ায় আনার জন্য আমার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।
এর প্রেক্ষিতে গত ১২/০৭/২০২০ ইং তারিখ "বাংলাদেশ স্কাউটস, নলছিটি উপজেলা কতৃক আয়োজিত অনলাইন সদস্য পদ প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ৫০ জন কে প্রশিক্ষণ প্রদান করেছি। প্রশিক্ষক হিসাবে আমার সাথে আরও ০১জন প্রশিক্ষক ছিলেন,
এই অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে আমরা প্রশিক্ষণ প্রদান করছি কীভাবে সকল পর্যায়ের কাব, স্কাউট, রোভার ও অ্যাডাল্ট লিডারদের অনলাইন রেজিষ্ট্রেশনের আওতায় আনতে হবে তা শেখানোর চেষ্টা করে যাচ্ছি।
যেহেতু উপরোক্ত বিষষটি একটি চলমান প্রক্রিয়া বিধায় আমি ব্যক্তিগত ভাবে প্রতি মাসে প্রায় ২০০ জনকে প্রশিক্ষণ দিতে পাবো , বিধায় ০৬ মাসের শেষে আমি ১২০০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিতে সক্ষম হব আশা করি।
এছাড়া আমি সহ আমার টিম ০৭ দিন ২৪ ঘন্টা অনলাইনের মাধ্যেমে সাপোর্ট প্রাদন করে যাচ্ছি।
আগামীতে এই বিষয়ে উপর ধারাবিক ভাবে রিপোর্ট পোষ্ট করতে পাবো বলে আমি আশা প্রদান করছি।