Profile picture for user anarul62@
Bangladesh

শীতের বস্ত্র সংগ্রহ ও শীতার্তদের মাঝে বিতরন ২০২৩

শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম ২০২৫ বাংলাদেশ স্কাউট দিনাজপুর জেলা রোভারের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহন করা হয়। দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে আমরা রোভারবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র সংগ্রহ করি। এই শীতবস্ত্র সংগ্রহের পর আমরা গরিব শীর্তাত এর মাঝে এ গুলো বিতরণ করি। প্রায় ৪০০ এর অধিক গরিব শীর্তাত মানুষ তারা এই শীতবস্ত্র পেয়ে তাদের এই শীতের ঠান্ডা লাঘব হবে। তারা শীতবস্ত্র পেয়ে অনেক আনন্দিত।। এবং আমরা রোভারবৃন্দ তাদের শীতবস্ত্র দিতে পেরে অনেক আনন্দিত।

আমরা প্রথমে প্রকল্পের জন্য একটি পরিকল্পনা তৈরি করি এবং সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করি। প্রতিটি সদস্য তার নিজস্ব উদ্যোগে মানুষের কাছ থেকে শীতবস্ত্র সংগ্রহ করে। সংগ্রহ করা কাপড়গুলো আমরা একত্রিত করে বাছাই করি, পরিষ্কার করি এবং সেগুলো ব্যবহারযোগ্য অবস্থায় প্রস্তুত করি। এরপর পূর্ব নির্ধারিত এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সুষ্ঠুভাবে শীতবস্ত্র বিতরণ করি। এই কার্যক্রমের মাধ্যমে সমাজের দরিদ্র মানুষরা শীত থেকে সুরক্ষিত হতে পারে এবং স্কাউট সদস্যদের মধ্যেও , সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের বিকাশ ঘটে।

এই থেকে আমরা অনেক কিছু শিখেছি। একদিকে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট কাছ থেকে অনুভব করতে পেরেছি, শীতের মাঝে গরিব শীর্তাতদের সাহায্য করা অন্যদের উদ্যেগি করা যেন তারাও শীর্তাত দের সাহায্য এর জন্য এগিয়ে যায়।অন্যদিকে আমাদের মধ্যে দলগত কাজ, নেতৃত্ব, পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের দক্ষতা বেড়েছে। মানুষকে সহযোগিতা করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যায়। সবচেয়ে বড় শিক্ষা হলো—মানবিকতা, সহমর্মিতা এবং সামাজিক দায়িত্ববোধের চর্চা।

Started Ended
Number of participants
30
Service hours
8
Beneficiaries
400
Location
Bangladesh
Topics
Communications and Scouting Profile
Entrepreneurship
Health lifestyles

Share via

Share