শীতবস্ত্র বিতরণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিম্নবিত্ত এবং সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য এই শীত নিয়ে আসে এক ভয়াবহ দুর্ভোগ। সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনের কষ্ট একটু হলেও লাঘব করতে পারে। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এ উদ্যোগ গ্রহণ করে।
শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট, ২০২২ আয়োজনে : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জোবরা এলাকায় অবস্থিত। উক্ত এলাকায় বিভিন্ন শীতার্ত দরিদ্র অসহায় মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্য আমরা প্রায় ৬০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করি। এখানে সহায়তা করেছেন আমাদের গ্রুপ কমিটির সভাপতি, সম্পাদক ও রোভার স্কাউট লিডারগণ।
দরিদ্র, অভাবী ও বস্ত্রহীন শীতার্ত মানুষকে সাধ্যানুযায়ী সাহায্য-সহযোগিতা করার মাধ্যমে একজন রোভার স্কাউট তার মানবিকবোধ জাগিয়ে তুলতে পারবে।
Number of participants
30
Service hours
6
Beneficiaries
60
Location
Bangladesh
Topics
Youth Engagement
Humanitarian action
Peacebuilding

Share via

Share