
শীতবস্ত্র বিতরণ
শীতকাল সবচেয়ে শীতল ঋতু তাই এই সময়ে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের অনেক কষ্ট হয় কারণ তাদের নিজেদেরকে ঢেকে রাখার জন্য গরম কাপড় নেই। আমি একটি প্রকল্পের পরিকল্পনা এই দরিদ্র মানুষদের গরম কাপড়, কম্বল এবং সোয়েটার সরবরাহ করব। সেখানে প্রায় শতাধিক বয়স্ক লোক ছিল যাদের আয় নেই এবং শিশু ছিল। সহানুভূতি আন্তর্জাতিক মানব কল্যাণ পথশিশুদের সংস্থার পক্ষ হতে শনিআখড়ায় ধনিয়া কলেজের সম্মুখে আজ(১১/১/২০২৫) বিকাল ৪ ঘটিকায় পথশিশু ও শীতার্তদের মাঝে কম্বল ও খবর বিতরণ করা হয়।
কয়েকজন রোভার এবং সহানুভূতি আন্তর্জাতিক মানব কল্যাণ পথশিশু সংস্থার এর স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আমরা এই প্রজেক্ট সম্পূর্ণ করি । এবং মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব(চেয়ারম্যান সহানুভূতি ও RSL OF TROOP 21 OPEN SCOUT) এবং মো. আবুল হাসান (সেক্রেটারি জেনারেল সহানুভূতি ও Joint Secretary of troop 21 open scout) নির্দেশনায় প্রকল্পটি সফল হয়।
আমি এই প্রকল্পটি থেকে শিখতে পেরেছি কিভাবে নেতৃত্ব দিতে হয় । কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতে হয়। কিভাবে একটি প্রকল্প বাস্তবায়ন করতে হয় ।আশা করি পরবর্তী প্রকল্পগুলো আরো সুন্দর ও পরিপাটি ভাবে পরিচালনা করতে পারব ।