
শীতবস্ত্র বিতরণ
শীতকাল সরবচেয়ে শীতল ঋতু তাই এই সময়ে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের অনেক কষ্ট হয় কারণ যাদের নিজেদেরকে ঢেকে রাখার জন্য গরম কাপড় নেই। প্রতি বছর এর ন্যায় এবছরও প্রকল্পের পরিকল্পনা করা হয়। এবং দরিদ্র মানুষদের জন্য গরম কাপুড় এবং সোরটোর সরবরাহ করার পরিকল্পনা করে থাকি।
উপ্ত কর্মসূচি-টি গ্রুপ স্কাউট লিডার খন্দকার নাসিম হায়দার (PRS,WB) এর নেতৃত্বে ট্রুপ ১১ মুক্ত স্কাউট গ্রুপের একদল চাকুস রোভার ২৪/১২/২০২৪ হতে ২৬/১২/২০২৪ তারিখ নিকট আত্মীয় স্বজন এবং দলের সকল সদস্যদের থেকে শীতার্তদের জন্য শীতবস্তু সংগ্রহ করা এবং ২৭/১২/২০২৪ তারিখে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে দরিদ্র অসহায়-দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আমি এই প্রকল্পটি থেকে শিখতে পেরেছি কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতে হয়। কিভাবে একটি প্রকল্প বাস্তবায়ন করতে হয়। এছাড়া আমরা শীতবস্ত্র বিতরনের সময় নতুন একটি অভিজ্ঞতা লাভ করি।