Bangladesh

শীতার্তদের শীতবস্ত্র বিতরণ।

শীলকালে ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবের জন্য আমরা এই বস্ত্র বিতরণ করেছি।ছিন্নমূল মানুষেরা সাধারণত তাদের পর্যাপ্ত পরিমাণে পোষাক না থাকার কারণে তারা শীতকালে নিদারুণ কষ্ট ভোগ করে।তাদের এই কষ্ট কিঞ্চিৎ লাঘবের জন্য আমরা বস্ত্র বিতরণ করেছি।
আমরা সাধারণত গরীব ও ছিন্নমূল মানুষদের চিহ্নিত করেছি।তাদের খুজে বের করে তাদের মধ্যে সবচেয়ে বেশি অসহায় ৪৫ জনকে খুজে বের করি এবং তাদের মধ্যে নতুন শীতবস্ত্র বিতরণ করি।
আমাদের এই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে কিছু ছিন্নমূল মানুষ নতুন শীতবস্ত্র পেয়েছে। এতে তারা এই নিদারুণ ও নিষ্ঠুরতম শীতের থেকে অনেকাংশে মুক্তি পেয়েছে।
শীতবস্ত্র বিতবণের মাধ্যমে আমরা কিছু ছিন্নমূল মানুষের পাশে দাড়াতে পেরেছি।আমারা তাদের কাছে থেকে তাদের কষ্ট পর্যবেক্ষণ করতে পেরেছি এবং তাদের কষ্ট লাঘবের চেষ্টা করেছি।আমরা বিশ্বাস করি সবাই যদি ছিন্নমূল মানুষের পাশে দাড়ায় তাহলে তারা সুন্দরভাবে বাঁচতে পারবে।
Number of participants
15
Service hours
90
Beneficiaries
45
Location
Bangladesh
Topics
Civic engagement
Health lifestyles
Humanitarian action

Share via

Share