Profile picture for user noyon898
Bangladesh

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ২০২৫ ।

দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ।আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে যারা এই শীতে রাস্তায় ঘুমায়। শীতের কাপড় কেনার টাকা নেই তাদের। আর টাকা রোজগার করার কোনো শর্ত নেই। এই শীতে আমরা শীতের জামাকাপড় কিনি এবং এই শীতে যারা রাস্তায় ঘুমাচ্ছেন তাদের মাঝে বিতরণ করি।
রাস্তায় সুয়ে থাকা অনেক মানুষ রয়েছে যারা শীতে অনেক কষ্ট করে তাদের সামর্থ নেই শীতের জামা কিনবে। তাদের এই কষ্টকে কিছুটা কমাতে আমরা এই দুটি জায়গায় শীত বস্ত্র বিতরণ করি। আমাদের প্রকল্পের মাধ্যমে, আমরা দরিদ্র, দরিদ্র এবং যারা এই শীতে শীতের কাপড় কেনার সামর্থ্য রাখে না তাদের চাহিদা পূরণ করি। আর এই শীতের পোশাকে গরিব মানুষ অনেক উপকৃত হয়েছে। এবং তারা এখন এই শীতে নিশ্চিন্তে ঘুমাতে পারে।
আমি এই প্রকল্পের মাধ্যমে অনেক কিছু শিখেছি । আমি এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষদের সাহায্য করতে খুব গর্বিত. আর এভাবে সবাই যদি আমাদের মত সাহায্য করেন। তাহলে আরও অনেক দরিদ্র মানুষকে সাহায্য করা যেত।
Number of participants
1
Service hours
6
Beneficiaries
200
Location
Bangladesh
Topics
Better Choice
Entrepreneurship
Healthy Planet

Share via

Share