Bangladesh

শীত বস্ত্র বিতরণ

শীতকাল সবচেয়ে শীতল ঋতু তাই এই সময়ে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের অনেক কষ্ট হয় কারণ তাদের নিজেদেরকে ঢেকে রাখার জন্য গরম কাপড় নেই। আমি একটি প্রকল্পের পরিকল্পনা এই দরিদ্র মানুষদের গরম কাপড়, কম্বল এবং সোয়েটার সরবরাহ করব। সেখানে প্রায় শতাধিক বয়স্ক লোক ছিল যাদের আয় নেই এবং শিশু ছিল। জিনিয়াস ওপেন স্কাউট গ্রুপের নিজ অর্থায়নে এই প্রকল্পটি পরিচালনা করা হয়।
কয়েকজন রোভার এবং ছোট ভাইদের সহযোগিতায় আমরা এই প্রজেক্ট সম্পূর্ণ করি । বন্ধুদের সহযোগিতায় এলাকার মানুষ থেকে আমরা বস্ত্র সংগ্রহ করি সেই সাথে পথশিশুদের মাঝে বস্ত্র গুলো বিতরণ করতে সক্ষম হই।
আমি এই প্রকল্পটি থেকে শিখতে পেরেছি কিভাবে নেতৃত্ব দিতে হয় । কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতে হয়। কিভাবে একটি প্রকল্প বাস্তবায়ন করতে হয় ।আশা করি পরবর্তী প্রকল্পগুলো আরো সুন্দর ও পরিপাটি ভাবে পরিচালনা করতে পারব ।
Number of participants
1
Service hours
3
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Youth Engagement
Youth Programme

Share via

Share