
শিশুদের সাথে একবেলা
আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত।তাই শিশুদের এমন একটি পরিবেশ দিতে হবে,যাতে করে তারা সু নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।তাইতো আমাদের রোভারদের জন্মদিন হোক বা অবসর সময় হোক,আমরা শিশুদের সাথে সময় কাটাতে পছন্দ করি।তাইতো আমাদের রোভার বাপ্পীর জন্মদিনে শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করলাম একবেলা।