Profile picture for user roverscoutrabbi2@gmail.com_1
Bangladesh

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোজ মাহমুদকে বিদায়ী সংবর্ধনা

গত ২রা সেপ্টেম্বর ২০২০সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফিরোজ মাহমুদকে বিদায়ী সংবর্ধনা জানালো জেলা স্কাউটস সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার সহ সভাপতি জনাব মোঃ ফিরোজ মাহমুদ (উডব্যাজার) মহোদয়ের বদলী জনিত বিদায় উপলক্ষে সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার সম্মানিত সভাপতি ও সুযোগ্য জেলা প্রশাসক জনাব ড. ফারুক আহমেদ এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার সম্পাদক জনাব সরকার ছানোয়ার হোসেন ( এল.টি), জনাব খালেকুজ্জামান খান ( এল. টি), জনাব মো. রাজীব আহমেদ সহকারী পরিচালক ( সিরাজগঞ্জ -পাবনা জোন), বেলকুচি উপজেলা স্কাউট এর সম্পাদক জনাব মো. হেলাল উদ্দিন ( উডব্যাজার) সহ বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার নির্বাহী কমিটি সদস্য বৃন্দ ইউনিট লিডার অংশগ্রহণ করেন।
Number of participants
30
Service hours
60
Topics
Personal safety

Share via

Share