সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে বাংলাদেশ উইম্যান জাজেস এসোসিয়েশনের ত্রান বিতরণ

সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে বাংলাদেশ উইম্যান জাজেস এসোসিয়েশনের ত্রান বিতরণ: (সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: ) বাংলাদেশ মহিলা জাজেস এসোসিয়েশন, সিরাজগঞ্জে বন্যার্ত দরিদ্র মানুষের মাঝে ত্রান বিতরণ করেছে। ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার সকাল ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ১২০ টি দুর্গত পরিবারের মাঝে ত্রান বিতরণকরা হয়। মহিলা জাজেস এসোসিয়েশনের সিরাজগঞ্জ প্রতিনিধি অতিরিক্ত জেলা জজ সালমা খাতুনের সার্বিক তত্বাবধানে এই ত্রান বিতরণ করা হয়। প্রতিটি দরিদ্র পরিবারকে চাল ডাল তেল লবন চিনি সাবান আলু পেঁয়াজ বিস্কুট স্যালাইনসহ ১৪ প্রকারের প্রায় ২৫ কেজি করে ত্রান দেওয়া হয়। বিতরণ কালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন জাহান, মল্লিকা বসাক, সহকারী জজ নাহিদ রহমান, বাদল কুমার চন্দ্র ,শাহাদত হোসেন, ইউনিভার্সাল ফুড প্রডাক্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলা সদরের সেবা মুক্ত স্কাউট গ্রুপ সদস্যরা ত্রান বিতরণ কাজে সহযোগিতা করেণ ।
Started Ended
Number of participants
20
Service hours
200
Topics
Personal safety
Youth Programme

Share via

Share