সিরাজগঞ্জ জেলার সাংগঠনিক ওয়ার্কশপ অনুষ্ঠিত :
বাংলাদেশ স্কাউটস এর পরিচালনায় এবং সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় গত ১৫ অক্টোবর ২০২০ রোজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ হল রুমে জেলা সাংগঠনিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত সাংগঠনিক ওয়ার্কশপে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক জনাব আরশাদুল মুকাদ্দিস । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস যুগ্ন নির্বাহী পরিচালক (প্রোগ্রাম) জনাব কে এম সাইদুজ্জামান । এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সম্পাদক ( ভারপ্রাপ্ত) জনাব খন্দকার শামসুদ্দিন আহমেদ, রাজশাহী অঞ্চলের উপ পরিচালক জনাব হামজার রহমান শামীম, বাংলাদেশ স্কাউটস এর সহকারি পরিচালক ( স্পেশাল ইভেন্টস ) জনাব ফরিদ উদ্দিন, বাংলাদেশ স্কাউটস এর সহকারি পরিচালক ( পাবনা -সিরাজগঞ্জ জোন) জনাব রাজিব আহমেদ, সিরাজগঞ্জ জেলা স্কাউটস’র কমিশনার ড.জান্নাত আরা হেনরী, সম্পাদক সরকার ছানোয়ার হোসেন (এলটি)।
সাংগঠনিক ওয়ার্কশপএর সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর সহ সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব এ বি এম রওশন কবীর ।
সাংগঠনিক ওয়ার্কশপে সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর সার্বিক দিক তুলে ধরা হয়। জেলা স্কাউট ভবন, জাতীয় প্রশিক্ষন কেন্দ্র , জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট প্রোগ্রাম বেগবান করার কথা তুলে ধরা হয়। প্রধান অথিতি সিরাজগঞ্জ জেলায় বেশি পরিমানে শাপলা ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অজর্নের বিষয়ে গুরুত্বারোপ করেন।
উক্ত সাংগঠনিক ওয়ার্কশপ শেষে নির্বাহী পরিচালক মহোদয় জাতীয় প্রশিক্ষন কেন্দ্র (কমডেকা মাঠ) এবং সেবা মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট গার্ডেন পরিদর্শন করেন। ক্রস বার-৩ সেবা মুক্ত স্কাউট গ্রুপের গড়ে তোলা স্কাউট গার্ডেনে নির্বাহী পরিচালক মহোদয় ফলজ ও ফুল জাতীয় বৃক্ষ রোপন করেন।