সিনিয়র রোভার মেট এবং সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ
Profile picture for user MD SOJIB HOSSAIN_1
Bangladesh

সিনিয়র রোভার মেট এবং সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ

রোভার প্রোগ্রাম সুষ্ঠ ও সঠিক সময় বাস্তবায়ন এবং অধিক পিআরএস এবং সিডিআরএস প্রাপ্তির লক্ষ্য ১৮ এপ্রিল,২০২১ বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল আয়োজন করে "ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ"। এই ওয়ার্কশপে পিআরএস, সিডিআরএস পোগ্রামসহ সিনিয়র রোভার মেটদের দ্বায়িত্ব ও কর্তব্য নিয়ে সেশন নেয়া হয়। সেশনগুলো পরিচালনা করেন এ এস এম মুস্তাফিজুর রহমান, পি আর এস, এ এল টি এবং আওলাদ মারুফ, সিডিআরএস। ড. কে এম এ এম সোহেল, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল। সকাল ১০টায় শুরু হওয়া এই ওয়ার্কশপের উদ্বোধন করেন মোঃ আতিকুজ্জামান রিপন, জাতীয় কমিশনার(প্রোগ্রাম), বাংলাদেশ স্কাউটস এবং প্রধান স্কাউট ব্যাক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী, সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল এছাড়া আরো উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী ও উপ-পরিচালক মোঃ আবুল খায়ের। ওয়ার্কশপটি পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের ডিআরসি শরিফুল ইসলাম, এ এল টি। এই ওয়ার্কশপে সেশন শেষে অংশগ্রহনকারী প্রায় শতাধিক রোভার ও গার্ল ইন রোভারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ ওয়ার্ক করেন যার ফলস্বরূপ পিআরএস ও সিডি অ্যাওয়ার্ড অর্জনের গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা ও করনীয় বিষয়সমূহের প্রস্তাবনা উঠে আসে এবং সেগুলো রোভার অঞ্চলে প্রেরণ করা হয়।
Number of participants
100
Service hours
400
Topics
Youth Programme
Legacy BWF
Good Governance
Communications and Scouting Profile

Share via

Share