সিলেটে বন্যার্তদের ত্রাণ সংগ্রহ
২০২২ সালে জুন মাসের শেষের দিকে ভারী বৃষ্টিপাত হয়েছে। যা ১২২ বছবের রেকর্ডে তৃতীয় সর্বোচ্চ। ভারতের এই বৃষ্টিপাতের সকল পানি বাংলাদেশের সিলেটে ঢুকে সিলেটকে ভাসিয়ে নিয়ে যায়। সিলেটের অনেক মানুষ গৃহবন্দি হয়ে যায়।তারা খাবার জন্য কিছু পায় না,এমনকি নিরাপদ পানিও পায় না। তাই রাজউক উত্তরা মডেল কলেজ স্কাউট গ্রুপ সিলেটের বন্যা কবলিতদের মধ্যে কিছু মানুষকে সাহায্যের জন্য উদ্যোগ গ্রহণ করে।
রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে আমাদের উদ্যোগের কথা জানালে তারাও আমাদের প্রোগ্রামে ইচ্ছা প্রকাশ করে। রাজউক উত্তরা মডেল কলেজ স্কাউট গ্রুপের স্কাউট সদস্যরা ত্রাণের অর্থ সংগ্রহ শুরু করে। ২৬-২৮ জুন,২০২২ ত্রাণের জন্য অর্থ সংগ্রহের কাজ চলে। ত্রাণের টাকা সংগ্রহে ২টি অস্থায়ী বুথ বসানো হয়। যেঝানে শিক্ষক ও শিক্ষার্থীরা সহ অনেক অভিভাবকরাও টাকা দান করে।
সিলেটের প্রায় ৪ টি জেলা বন্যায় ভেসে যায়।সবাইকে সাহায্য করতে না পারলেও প্রায় ১২০ জনের ১ সপ্তাহের জন্য শুকনো খাবার,বিশুদ্ধ পানি,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি ক্রয়ের জন্য অর্থ সংগ্রহ সম্ভব হয়েছে।
দূর্যোগ/দূর্ঘটনা কখন কোথায় সংঘটিত হবে কেউ জানে না।এবং কে কোথায় এটি দ্বারা আক্রান্ত হব্র কেউ জানে না।তাই আমাদের সকলের উচিত দূর্যোগ কবলিত মানুষদের যথাসম্ভব সাহায্য করা।কারণ এরকরম পরিস্থিতিতে নিজেরাও পড়তে পারি। আর সেবাই আমাদের ধর্ম হওয়া উচিত।