সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের ব্যতিক্রমধর্মী ভালবাসা দিবস উদযাপন
সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের ব্যতিক্রমধর্মী ভালবাসা দিবস উদযাপন
আজ বিশ্ব ভালোবাসা দিবস `সেন্ট ভ্যালেন্টাইনস ডে`। তবে তরুণ-তরুণী শুধু নয়, নানা বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ।
এ ভালোবাসা যেমন মা-বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে-মানুষে ভালোবাসাবাসির দিনও এটি।
চিরাচরিত ধারণাকে পাল্টে দিয়ে এবার সমাজে গুরুত্বপূর্ণ কর্মকান্ডে নিরববে কাজ করে যাওয়া মানুষগুলোকে নিয়ে অন্যরকম এক ভালোবাসা দিবস পালন করেছে সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপ।
সমাজের বিভিন্ন শ্রেনী পেশার লোক জনের মধ্যে প্রতি সম্মান আর অকৃত্রিম ভালোবাসার প্রতীক স্বরূপ তাঁদের সাথে খানিক সময় কাঠানো ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করে সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার ও গার্ল-ইন-রোভাররা।
অপ্রত্যাশিত এমন ভালোবাসায় সিক্ত হয়ে আবেগপ্রবণ হয়ে পরেন নিরন্তর সেবা করে যাওয়া এই মানুষগুলো। সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের এমন ব্যাতিক্রমধর্মী উদ্যেগ সচেতন মহলের দৃষ্টি কাড়ে।
নগরীর চৌহাট্টা ট্রাফিক পয়েন্ট থেকে শ্রমজীবীদের হাতে তুলে দেয় ভালোবাসার প্রতিক লাল গোলাপ সাথে উৎসাহ জাগানো কৃতজ্ঞতার বাণী এবং এ যেনো এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি। চৌহাট্টা, জিন্দাবাজার, সিলেট সিটি কর্পোরেশন সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এ ট্রাফিক পুলিশ এবং দায়িত্বরত অফিসারদের হাতে তুলে দেয় ভালোবাসার লাল গোলাপ।
তাছাড়াও, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব গোলাম কিবরিয়া এর অফিসে সাক্ষাৎ করে তাদের প্রতিও জানায় বিশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। ওখানে গিয়ে ও দেখা হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেলের সাথে, তার সাথেও কুশল বিনিময় করেন দলের সকল সদস্যরা। জনাব শফিউল আলম নাদেল তাদের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান এবং অনুপ্রেরণামুলক কথা বলেন৷
তারপর সিলেট শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরীর (যিনি কিনা যুবক বয়সে এই স্কাউট দলের একজন সক্রিয় সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্বশীল ছিলেন) অফিসেও সিলেট মুক্ত স্কাউট গ্রুপের সবাই উপস্থিত হয় কুশল বিনিময় করেন এবং লাল গোলাপের শুভেচ্ছা জানান। দেখা হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসাইন জিল্লুর রহমান এর সাথে তার সাথে কুশল বিনিময় ও লালগোলাপের শুভেচ্ছা জানায় তারা,এসময় দেখা হয়ে যায় ডা.নাসিম হোসাইন এর সাথে তাকে তারা লাল গোলাপের শুভেচ্ছা জানায়, দেখা হয়ে যায় সুপর্ণা সান্যাল ইয়ার আই পি ই এর বিসনেস এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট এর সহ সভাপতির সাথে তাকে লাল গোলাপ এর শুভেচ্ছা জানায় সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপে রোভাররা। তিনিও দলের এই উদ্যোগ কে প্রশংসনীয় বলে উৎসাহিত করেন।
পুরো সময়টা জুড়ে রোভারদের সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা রোভারের সহকারী কমিশনার এবং সিলেট মুক্ত রোভার স্কাউট গ্রুপের সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, গ্রুপের রোভার স্কাউট লিডার গালিব রহমান, গার্ল ইন রোভার স্কাউটিং এর লিডার সেবিনা বেগম, বিভাগীয় সিনিয়র রোভারমেট প্রতিনিধি হাফিজুর রহমান রাহাদ, সিনিয়র রোভার মেট নাজমুল হোসাইন নাবিল, সাবেক সিলেট জেলা সিনিয়র রোভারমেট জোবায়ের আহমেদ সহ দলের অন্যান্য রোভারবৃন্দ। তাদের এই উদ্যোগে প্রশংসা কুড়িয়েছেন নগরবাসীর কাছ থেকে। সামাজিক সচেতনতামূলক কাজের পাশাপাশি এরকম ব্যতিক্রমী উদ্যোগ তারা ভবিষ্যতেও নিবেন বলে জানান দলের সক্রিয় সদস্যগণ।
#tanjil_milan