সিলেট জেলা রোভার এর জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ

সিলেট জেলা রোভার এর জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ

১১ এপ্রিল ২০২১ রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকার সময় ভাষা সৈনিক মতিন উদ্দিন যাদুঘর, সিলেট এ সিলেট জেলা রোভারের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্টিত হয়। এতে প্রধান স্কাউট ব্যাক্তি হিসাবের ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রফেসর জনাব মোঃ আবুল কালাম চৌধুরী- এলটি। সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল । সভাপতিত্ব করেন অধ্যক্ষ জনাব চৌধুরী মনজুর রউফ, সহ - সভাপতি বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা রোভার। জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ পরিচালনা করেন জনাব ডাঃ মোস্তাফা শাহজামান চৌধুরি বাহার, কমিশনার, বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা রোভার । প্রোগ্রাম উপস্থাপনা করেন জনাব মোঃ মবশ্বীর আলী, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভার। এছাড়া আরো উপস্হিত ছিলেন জনাব বিপুল চন্দ্র দত্ত, কোষাধ্যক্ষ বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা রোভার। জনাব তোফায়েল আহমদ তুহিন, যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা রোভার। জনাব মোঃ হারুনুর রশিদ রোভার স্কাউট নেতা প্রতিনিধি বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা রোভারসহ অন্যান্য রোভার স্কাউট নেতৃবৃন্ধ। রাহিম উদ্দিন রাহি, সিনিয়র রোভার মেট প্রতিনিধি, সিলেট জেলা রোভার। আনিকা নাছরিন গার্ল-ইন সিনিয়র রোভার মেট প্রতিনিধি সিলেট জেলা রোভার। উক্ত মাল্টিপারপাস ওয়ার্কসপে সম্পাদক ২০২০-২০২২ সালের বাষির্ক প্রোগ্রাম পাঠ করে শুনান ও বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে সভাকে অবিহত করেন। তিনি আগামী ২০২১-২০২২ সালের বাষির্ক ক্যালেন্ডার তৈরি জন্য সকলকে অনুরোধ জানান। উক্ত সভায় আগামী বছরের বাষির্ক প্রোগ্রাম ক্যালেন্ডার তৈরি করা হয়। ২০২০-২০২১ বছরের সব প্রোগ্রাম সুষ্টভাবে করায় সম্পাদক মহোদয়কে ধন্যবাদ জানানো হয়। পরে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Number of participants
10
Service hours
40
Topics
Legacy BWF

Share via

Share