সিলেট বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ ২০২০

সিলেট বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ ২০২০

সিলেট বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত। আজ শনিবার ( ৩১ অক্টোবর ২০২০) বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা রোভারের আয়োজনে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ অধ্যাপক মোঃ সেলিম, সিলেট বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, আহবায়ক মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতিভা অন্বেষন প্রতিযোগীতা সিলেট বিভাগীয় পর্যায়ে বাস্তবায়ন কমিটি । প্রধান অতিথি হিসেবে উপস্হিত প্রফেসর আবুল কালাম চৌধুরী ( এলটি) সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সর্ব্বানী অর্জুন অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মদন মোহন কলেজ, সিলেট ও সহ- সভাপতি বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা রোভার। ডা. মোস্তফা শাহ জামান চৌধুরি বাহার কমিশনার সিলেট জেলা রোভার স্কাউটস। মোঃ মবশ্বীর আলী সম্পাদক বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা রোভার, ডি আর সি বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল, সদস্য সচিব মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতা সিলেট বিভাগীয় পর্যায়ে বাস্তবায়ন কমিটি। মোঃ রেজাউল করিম সম্পাদক বাংলাদেশ স্কাউটস, মৌলবীবাজার জেলা রোভার। এডবুকেট আব্দুল কাইয়ুম সম্পাদক বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার। মোহাম্মদ আবু নাসের সম্পাদক বাংলাদেশ স্কাউটস, সুনামগঞ্জ জেলা রোভার এছাড়াও আর উপস্হিত ছিলেন তোফায়েল আহমদ তুহিন যুগ্ম-সম্পাদক বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা রোভার । ছয়ফুল আমিন সহকারি কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) সিলেট জেলা রোভার স্কাউটস। রোভার রাহিম উদ্দিন রাহি, সিনিয়র রোভার মেট প্রতিনিধি সিলেট জেলা রোভার স্কাউটস । গার্ল ইন রোভার ফাইজা জান্নাত জামালী, গার্ল সিনিয়র রোভার মেট প্রতিনিধি, সিলেট জেলা রোভার স্কাউটস। অনুষ্ঠানের উপস্তাপনায় ছিলেন হাফিজুর রহমান রাহাদ বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি, সিলেট বিভাগ,সদস্য মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতা সিলেট বিভাগীয় পর্যায়ে বাস্তবায়ন কমিটি। সিলেট বিভাগীয় প্রতিভা অনেষ্বের বিচারকের দ্যায়িত্ব পালন করেন সৈয়দ মাইমুম আনজুম ইভান নিবাহী সদস্য , বাংলাদেশ আবৃতি সমন্বয় পরিষদ। সুবল চন্দ্র দেব নাট্যশিল্পী বাংলাদেশ বেতার সিলেট। উক্ত অনুষ্ঠানে সিলেট বিভাগ এর আওতাধীন, সিলেট, মৌলবীবাজার, হবিগন্জ, সুনামগন্জ জেলার, জেলা পর্যায়ে বিজয়ীরা ইভেন্টে অংশ গ্রহন করেন।
Number of participants
50
Service hours
250
Topics
Youth Programme
Youth Engagement
SDGS

Share via

Share