শিক্ষক দিবস ও জোহা দিবস -২০২০
১৯৬৯ সালে ১৮ ফেব্রুয়ারি আইয়ুব বিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাকিস্তানি সেনাবাহিনীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী স্যার ড.সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা। জোহা স্যারের এই ৫১ তম মৃত্যুবার্ষিকীতে গত ১৮ ফেব্রুয়ারি ২০২০ ইং রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ্য থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে শহীদ জোহা স্যারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। উক্ত শ্রদ্ধাঞ্জলিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আরএসএল মোঃ হেলাল উদ্দিন স্যার ও আরএসএল সৈয়দ তৌফিক জুহরী স্যার এবং অনেক রোভারবৃন্দ উপস্থিত ছিলেন।