শিক্ষার আলো ছড়িয়ে যাক সকলের মাঝে।

Education is not preparation for life; education is life itself.
আমি কিছু সংখ্যক দরিদ্র ছেমে মেয়ে যাদের পড়ালেখা নিয়ে আগ্রহ আছে তাদের নিয়ে আমি এবং আমার বন্ধুরা তাদের আমার নিজ কলেজ প্রাঙ্গণে কলেজ বন্ধের দিন তাদের সাধারণ পড়া লেখা নিয়ে কাজ করেছি এবং আমার বাকি রোভার বন্ধুগণ আমাকে সহযোগীতা করেছে এবং প্রজেক্টটি সম্পন্ন করতে সহায়তা করেছে।
এই প্রকল্পের ফলে আমরা ছেলে মেয়েদের মধ্যে পড়ালেখার প্রভাব সম্পর্কে অবগত করেছি এবং তারা এখন নিজের নাম, ঠিকানা নিজে লেখতে পারে।
আমাদের এই প্রকল্পটি চলমান রাখা এবং আমি এই প্রকল্প থেকে যে শিক্ষা পেয়েছি তা হলো ধৈর্য সহকারে সকল কাজ করলে সুন্দর ভাবে তা শেষ করা সম্ভব।
Started Ended
Number of participants
3
Service hours
692
Beneficiaries
3
Location
Bangladesh
Topics
Literacy
SDGS
Initiatives
Skills for Life

Share via

Share