শিক্ষা বঞ্চিত
সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের প্রাক - প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে #প্রজেক্ট_ইযখিরের আয়োজন। উপস্থিত শিশুদের পরিবার আর্থিক ভাবে অসচ্ছল হওয়ায় অনেকে স্কুলে যেতে পারে না আবার কয়েকজন স্কুলে যেতে পারলেও বাড়িতে ঠিক মতো পড়াশোনা বা গৃহশিক্ষকের তত্বাবধান পায় না তাদের স্কুলে যেতে উৎসাহ প্রদান, প্রাক প্রাথমিক শ্রেনীর বই অনুযায়ী পড়াশোনা এবং যারা স্কুলে যায় তাদের শ্রেণীর ইংরেজি ও গণিত বিষয়ে পাঠদান পরিচালনা করা হয়৷
পড়াশোনা শেষে তাদের সাথে খেলাধুলা আনন্দ করে দিনের পাঠদান কর্মসূচি সমাপ্ত হয়।
বিঃদ্রঃ করোনা মহামারী পরিস্থিতির জন্য আমাদের নির্ধারিত কার্যক্রম বস্তিতে না করে সাময়িক সময়ের জন্য নিরাপদ স্থানে করা হচ্ছে।
#ProjectIZKHIR
#Scouts4SDGs
#BangladeshScouts
#WOSM #APR
#MoP
#MessengersofPeace
#SDGs #SDGs4
#QualityEducation
#ইযখির