সিদ্ধেশ্বরী গার্লস কলেজ রোভার স্কাউট গ্রুপ ক্যাম্প-২০১৯
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ গ্রুপ ক্যাম্প-২০১৯
গত ৪-৭ নভেম্বর ২০১৯ তারিখ সিদ্ধেশ্বরী গার্লস কলেজে নতুন রোভার সহচর রোভারদের দিক্ষা ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পে মোট ৭৫ জন রোভার অংশগ্রহন করে। তাদের মধ্যে মোট ৪৩ জন রোভার দিক্ষা গ্রহণ করে। তারা স্কাউট আন্দোলনের সাথে মানব সেবার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করে। তাছাড়া সবাই বিপি পিটি, তাবু বাস, হাইকিং, নটিং, ল্যাশিং, স্কাউট ওন এ অংশগ্রহণ করে। এই ক্যাম্প এ আমি কর্মকর্তার দায়িত্ব পালন করি।