সেবাব্রতীর যাকাত-ফিতরা সংগ্রহ ও বিতরণ ২০১৯
"সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপ বাংলাদেশের একটি অন্যতম মুক্ত স্কাউট গ্রুপ, যা বিগত ৪৪ বছর ধরে এ দেশের স্কাউট আন্দোলনে গুরুত্বপূর্ন আবদান রেখে আসছে। গত ৪ বছর ধরে সেবাব্রতী পবিত্র রমজান মাসে দুঃস্থ ও গরীবদের মাঝে যাকাত ও ফিতরার অর্থ ও খাবার বিতরণ করার কর্মসূচী করে আসছে।তারই ধারাবাহিকতায়
সেবাব্রতী এবছরও এই মহতি কার্যক্রম হাতে নেয় এবং সফলভাবে সম্পন্ন করে।